BANGLADESH ARMED SERVICES BOARD (BASB)

(SINCE: 1942)

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি)

সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এবং চাকুরীরত সদস্যদের কল্যাণার্থে তদানিন্তন বৃটিশ সরকারের অধীনে ১৯৪২ সালে সোলজারস, সেইলরস ও এয়ারম্যানস বোর্ড প্রতিষ্ঠা লাভ করে। ১৯৪৭ সালে পাকিস্তান-ভারত বিভক্তির পর উক্ত বোর্ড পাকিস্তান সোলজারস, সেইলরস ও এয়ারম্যানস বোর্ড নামে কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখে। বর্ণিত সময়ে বোর্ডের কার্যক্রম ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, বাকেরগঞ্জ (বর্তমানে বরিশাল) ও দিনাজপুর, এই পাঁচটি জেলাতেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সাল হতে অত্র সংস্থা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড নামে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ সরকারের গেজেট নোটিফিকেশন নং ৪৪ এর ক্ষমতা বলে ১৯৭২ সালের ০২ সেপ্টেম্বর তারিখে জারিকৃত একটি সংশোধনী দ্বারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৭২ সালের ২৫ সেপ্টেম্বরে প্রণিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের সংবিধান যা কিনা পরবর্তিতে ৩১ মার্চ ১৯৭৬ এবং ২৮ সেপ্টেম্বর ১৯৭৭ এ সংশোধনের পর অত্র প্রতিষ্ঠানের উদ্দেশ্য সমূহ নিম্নরূপঃ
(১) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারের কল্যাণের জন্য কাজ করা।
(২) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের স্বার্থ রক্ষার্থে বেসামরিক প্রশাসনের সাথে সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় সাধন করা।
(৩) অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারবর্গের সুযোগ-সুবিধা প্রদান ও পর্যবেক্ষণ করা।
(৪) সশস্ত্র বাহিনীতে নতুন সদস্য ভর্তির প্রচারণায় সহায়তা করা।
(৫) সশস্ত্র বাহিনীসমূহের প্রাক্তন, অবসরপ্রাপ্ত সদস্য ও তদ্বীয় পরিবারবর্গের পুনর্বাসন এবং কর্মসংস্থানের পরিকল্পনা গ্রহণ এবং সহায়তা প্রদান।
(৬) প্রাক্তন বা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণার্থে দাতব্য তহবিল এবং প্রতিষ্ঠানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সদস্যদের চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে ২০১৩ সালে ১১টি এবং ২০১৪ সালে আরো ১১টি সহ সর্বমোট ২২টি জেলায় ডিসপেনসারি কার্যক্রম শুরু করে। পরবর্তিতে ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত সেনানিবাস সমূহ সলংগ্ন সিএমএইচ এর সাথে আরো ০৭টি ডিসপেনসারির কার্যক্রম শুরু হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে সর্বমোট ২৯টি ডিসপেনসারি স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তদ্বীয় পরিবারবর্গকে সার্বক্ষণিক চিকিৎসা এবং ঔষধ সুবিধা প্রদান করে আসছে।

যাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক চেষ্টায় সফটওয়্যারটি নির্মিত হয়েছেঃ
  • ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম, বিজিবিএম, এনডিসি, পিএসসি

    মহাপরিচালক

  • কর্নেল মো: হুসাইন রেজা, বিজিবিএম, পিএসসি

    অতিরিক্ত মহাপরিচালক

  • মেজর মোহাম্মদ শিমুল মাহমুদ ভূইয়া, পিএসসি

    উপ-পরিচালক (সমন্বয় ও প্রশাসন)

  • মোঃ আশরাফ আলী সাগর

    সার্ভার এ্যাডমিনিষ্টেটর

Dispensary Management Software


সদর দপ্তর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি)

  • ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশিদুল আলম, বিজিবিএমএস, পিবিজিএমএস

    মহাপরিচালক

  • কর্নেল মো: শরিফুল ইসলাম

    অতিরিক্ত মহাপরিচালক

  • মেজর মোঃ আশরাফ হোসেন চৌধুরী

    উপ-পরিচালক (সমন্বয় ও প্রশাসন)